kolkata

Apr 10 2023, 17:58

*পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা কবে? জানিয়ে দিলেন শুভেন্দু!*

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত না হলেও ভোটের দিনক্ষণ জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। খেজুরির সভা থেকে তিনি বলেন, '২ মে পঞ্চায়েত ভোট ঘোষণা করবে, সব খবর আমার কাছে থাকে।' শাসক দলকে বিঁধে তিনি বলেন, ''লুঠের জন্য পুলিশ দিয়ে ভোট করতে চাইছে তৃণমূল। সাগরদিঘিতে সংখ্যালঘু ভোটে ধাক্কার জেরে হামলা চালায় তৃণমূল।'' পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন তিনি।

kolkata

Apr 10 2023, 17:57

*নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী*


রাজ্যে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স পরিষেবা শুরুর কথা চাউর হয়েছিল আগেই। এবার করা হল তার উদ্বোধন। নবান্ন থেকে ৩৫টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথীর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ। এবার বিপদের সময় মিলবে হাইটেক অ্যাম্বুলেন্স পরিষেবাও।অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত এইসব অ্যাম্বুলেন্সে যে ব্যবস্থা রয়েছে তা হাসপাতালের চেয়ে কোনো অংশই কম নয়। বলা চলে, ‘মিনি হাসপাতাল’।

kolkata

Apr 10 2023, 17:54

*দণ্ডি বিতর্ক : এবার রাষ্ট্রপতির দ্বারস্থ সুকান্ত*

তপনে দণ্ডি বিতর্ক নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে গোটা আদিবাসী সমাজকে অপমান করার অভিযোগ জানিয়েছেন চিঠিতে। সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন।

kolkata

Apr 10 2023, 15:51

শর্ত সাপেক্ষে আসানসোলের কম্বল কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন মেয়র তথা জিতেন্দ্র তিওয়ারি


কলকাতা: আসানসোলের কম্বল কাণ্ডে জামিন পেলেন প্রাক্তন মেয়র তথা জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে আদালত।

বিজেপির কম্বল বিতরণ অনুষ্টানে অশান্তির জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। হাইকোর্টের মতে পুলিশি তদন্তে অগ্রগতি হয়েছে। এই তদন্তে তাকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই বলে ডিভিশন বেঞ্চ জানিয়েছে। তবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া তিনি আপাতত আসানসোল পৌর এলাকায় ঢুকতে পারবেন না বলে নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

kolkata

Apr 10 2023, 15:49

*বোমা বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক*

সোমবার উত্তর দিনাজপুরের ইসরামপুরে ভয়াবহ বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে জখম হন ১জন। স্থানীয়দের দাবি, বোমা মারতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা গেছে, তোফর আলী নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরীর কাজ হচ্ছে। তবে, পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

kolkata

Apr 10 2023, 14:15

*দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী*

বিধানসভায় আসার পথে দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাঁতরাগাছির গড়ফায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আসছিলেন বিধায়ক। আচমকাই একটি গাড়ি ব্রেক কষলে ধাক্কা লাগে বিধায়কের গাড়িতে। এরপর বিধায়কের গাড়ি ধাক্কা মারে একটি ফুড সাপ্লাইয়ের গাড়ির পেছনে।

ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বিধায়কের গাড়ির সামনের অংশ। যদিও অক্ষত রয়েছেন নওশাদ। এই ঘটনায় রাস্তায় সিগনাল নেই বলে সুর চড়িয়েছেন বিধায়ক। গোটা ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছেন তিনি।

kolkata

Apr 10 2023, 13:53

হনুমানজয়ন্তী ও রামনবমীতে হওয়া অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি শেষ ,রায়দান স্থগিত রাখল হাইকোর্ট


কলকাতা: হনুমানজয়ন্তী এবং রামনবমীতে হওয়া অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। তবে চূড়ান্ত রায়দান স্থগিত রাখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। এই মামলারই অন্তর্বর্তী নির্দেশে হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত।

সোমবার শেষ শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে তদন্ত করার জন্য তারা প্রস্তুত বলে। তাদের দাবী, কে বা কারা এই অশান্তিতে উস্কানি দিয়েছে বা লাভবান হয়েছে তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। তা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যন্তক্ষণ, তদন্তে কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। তিনি বলেন, পুলিশি রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। বছরের পর বছর একই ঘটনা ঘটছে। রাজ্যের কাছে তিনি জানতে চান, কিভাবে এটা আটকানো সম্ভব।বাইরে থেকে আক্রমন - অধিগ্রহণের চেষ্টা হলে ইন্টারনেট বন্ধ হয়, মিছিলে অশান্তি হলে হয় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

তার মন্তব্য, বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া এবং অশান্তির ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে।

এদিন হনুমানজয়ন্তী নিয়ে রিপোর্ট পেশ করল রাজ্য। তারা জানিয়েছে, হনুমানজয়ন্তীর মিছিল শান্তিপূর্ন হয়েছে। হুগলির গ্রামীণ অঞ্চলের একটি শোভাযাত্রা রুট সংক্রান্ত নির্দেশিকা সামান্য অমান্য করেছিল। বাকি কোথাও কোন অসুবিধা হয়নি। আদালতের নির্দেশ মেনে তিন কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল।

কেন্দ্র জানিয়েছে, ২ এপ্রিল একাধিক বিস্ফোরণের অভিযোগ উঠেছে। একটি বিস্ফোরণের অভিযোগ উঠলেও এনআইএ তদন্ত করতে পারে। আমরা তদন্তে প্রস্তুত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই ধরনের গন্ডগোল একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর ৬,৭, ৮ টা ঘটনা ঘটছে। বছরের পর বছর এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের কাছে তিনি জানতে চান, এটা কিভাবে আটকানো সম্ভব ? তিনি বলেন, বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া, অশান্তির সব ঘটনাই সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে।

kolkata

Apr 10 2023, 12:21

আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি


কলকাতা: গতকাল কলকাতার ICCR এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা সমাপ্ত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীতে ৭টি দেশ থেকে প্রায় সাড়ে ৩০০'র বেশি ছবি প্রদর্শিত হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 09 2023, 13:20

তোলা চাওয়া কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ,আশঙ্কাজনক ৩


কলকাতা: তোলাবাজি কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘড়িয়া এলাকা। কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধর করল কামারহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবল। ঘটনায় আহত হয়েছে ৩ যুবক।আহত যুবকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কর্মী।তিনজন যুবকের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

আহত যুবকদের পরিবারের লোকজন অভিযুক্ত তৃণমূল নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।ক্যামেরার সামনে কিছু না বললেও গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস।গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব।ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতা কিশোর কর বলেন," এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। কামারহাটি কেন এর থেকে বাদ যাবে।প্রশাসন দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে"। তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড।

এই ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের দুই কর্মীকে গ্রেফতার করেছে । অক্ষয় শর্মা ও ইন্দ্রজিৎ মহান্তি কে। এরা দুইজনই বেলঘড়িয়া ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডেরই তৃণমূল কর্মী ।

kolkata

Apr 08 2023, 19:41

*Duare Sarkar camps of Kalchini gram panchayat*


The Duare Sarkar camps of Kalchini gram panchayat in Kalchini block of Alipurduar were well decorated with flex banners and posters to spread awareness about the 33 state government welfare schemes and ensure the smooth and hassle-free delivery of government services. The administrative officials are working round-the-clock to provide on-time assistance to each and every person visiting the camp.